সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর ছাত্রলীগের সাবেক সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এর আগে আদালতে মামলাটি দায়ের করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি আদালতে মেসার্স নদী বাংলা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। এরপর আদালতের নির্দেশে রোববার রাতে মামলাটি কোতয়ালী থানায় রেকর্ড করা হয়েছে।

ওই মামলার অপর আসামিরা হলেন শেখহাটি মুক্তিযোদ্ধা সড়কের এস এম সিরাজুল ইসলামের ছেলে বর্তমানে উপশহর বাবলাতলার বাসিন্দা এস এম মোস্তাফিজুর রহমান কবির, পুরাতন কসবা পাওয়ার হাউজ পাড়ার খোদাবক্স বিশ্বাসের ছেলে আব্দুল হামিদ, পুলিশ লাইন্স এলাকার নুর আলম ও আব্দুল হাই ওরফে শাহাবুদ্দীন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন জানান, আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন