খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

অনিয়মের কারণে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

চৌগাছা প্রতিনিধি

যশােরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এ সময় তিনি নানা অনিয়মের অভিযােগে আদি ঘােষ ডায়রীর মালিক প্রদুৎ ঘােষকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১) ও ৪১ ধারায় ২ হাজার এবং একই ধারায় নিউ সাতক্ষীরা ঘােষ ডায়রীর মালিক সুশান্ত ঘােষকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযােগে ব্যবসায়ী মো. নয়নকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ (ক) ও ১৫/১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআই এর কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, নানা অনিয়মের কারণে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!