সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর বাহাদুরপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের পাশে সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ রিকশাচালক বাদশা মোল্লার মৃতদেহ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তারা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদেহটি কয়েকদিন পুরনো। লাশের মুখে আঘাতের চিহ্নও দেখা গেছে।

নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, নিখোঁজ রিকশাচালক বাদশা মোল্লার সাথে মৃতদেহের মুখের বৈশিষ্ট্যের মিল রয়েছে। বাদশা ৫ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন