সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে শিশুধর্ষণের অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার এক পল্লীতে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক ইকবাল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু বাড়ির পাশে অন্যান্য বন্ধুদের সাথে খেলছিলো। এসময় বখাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা টের পেয়ে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আজ দুপুরে তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য আজ রবিবার যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে ধর্ষণকারী ইকবালকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন