সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ইয়াবাসহ কারারক্ষী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

একশ’ পিছ ইয়াবাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আশরাফুল মুরাদ রুবেলকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে সহযোগী শংকরপুরের তোরাব আলীকেও আটক করা হয়েছে। তার কাছ থেকে আরও ১শ’৫০ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, তাদের কাছে খবর ছিল বৃহস্পতিবার রাতে শহরের চারখাম্বার মোড়ে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এরই ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে কারারক্ষী মুরাদকে আটক করে। পরে তার জ্যাকেটের পকেট থেকে ১শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৩০ হাজার টাকা। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ জানান, তোরাব আলীর কাছ থেকে এ ইয়াবা তিনি সংগ্রহ করেছেন। এরপর ডিবি পুলিশের টিম মুরাদকে সাথে নিয়ে নাজির শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তোরাব আলীকেও আটক করে। পরে তার কাছ থেকে আরও ১শ’৫০ পিছ ইয়াবা উদ্ধার হয়। যার দাম ৪৫ হাজার টাকা। পরে দু’জনেই স্বীকার করে তারা মাদকের ব্যবসার সাথে জড়িত। এসব মাদক তারা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তিতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন