সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

অভয়নগর প্রতিনিধি

যশোরের নওয়াপাড়া উপজেলার স্টেশন বাজারে সার ব্যবসায় লাইসেন্স না থাকায় প্রদীপ চক্রবর্তী (৪২) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা হয় । উপজেলার বুইকরা গ্রামের মৃত যতীন চক্রবর্তীর ছেলে প্রদীপ চক্রবর্তীকে সার ক্রয়-বিক্রয় লাইসেন্স না থাকাই জরিমানা করেন।

এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

তিনি সাংবাদিকদের জানান, বিভিন্ন ডিলার ও ক্যারিং কন্ট্রাক্টরের কাছে থেকে সার কিনে দেশের বিভিন্ন জেলায় সার পাঠিয়ে দেন এবং বস্তা প্রতি নির্ধারিত কমিশন নেন। তার সার ব্যবসার কোন লাইসেন্স নেই। প্রদীপ চক্রবর্তী নামের ওই ব্যক্তিকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ৮ (২) ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি জানুয়ারি মাসে ২৮,০০০ বস্তার উপরে সার বিক্রয় করেছেন।

খুলনা গেজেট/ এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন