মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইসলামী আন্দোলনের নেতা শুয়াইবের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেনের পিতা মোজাম্মেল হোসেন(৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বাধর্ক্য জনিত কারণে শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর যশোর বকচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার শেষে বকচর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন