মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ট্রেনে উঠতে গিয়ে খুলনার ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেন নিহত

অভয়নগর প্রতিনিধি

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নীচে পড়ে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেলেন মারুফ হোসেন (৬৬) নামে এক ব্যক্তি। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়,  তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে। মারুফ হোসেন অগ্রণী ব্যাংক পি এল সি স্যার ইকবাল রোড কর্পোরেট শাখা (বৈদেশিক বিনিময় শাখা) খুলনার সাবেক কর্মকর্তা ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল সোয়া চারটার সময় নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান একজন বৃদ্ধ। নীচেয় পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যাওয়ায় মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ  উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্রণী ব্যাংক অফিসার সমিতি খুলনার পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক মুন্সি সেলিম আহমেদ এক ফেসবুক স্ট্যাটাসে লিখিছেন, ‘মোঃ মারুফ হোসেন মারুফ ভাই আজ কিছুক্ষণ আগে আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  তিনি তাঁর বর্তমান কর্মস্থল সিডল্ টেক্সটাইল মিল থেকে আসার সময় রেলগাড়িতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল।’

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন