মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে রিকশা চালকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর হাসপাতালে চিকিৎসাধীন তুষার মোল্লা (৩০) নামে এক রিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনি শহরের শংকরপুর ছোটনের মোড়ের মাহাতাব মোল্লার ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুর দুটোর সময় দু’ব্যক্তি এসে আহত অবস্থায় তুষার মোল্লাকে হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করে। যার রেজিস্ট্রেশন নম্বর ৩২৭৮/১২৬। ভর্তির সময় তার টিকিটে উল্লেখ করা হয়েছে, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এরপর সোমবার বিকেল ৫ টার দিকে তুষারের পিতা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃতের পিতা মাহাতাব মোল্লা জানান, শহরের লালদীঘির পাড় থেকে তার ছেলের রিকশা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন একদল দুর্বৃত্ত রোববার তার ছেলেকে এলোপাতাড়ি মারপিট করে লালদীঘির পাড়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়নি, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে।

বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তার মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন