শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

বাস চাপায় নছিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে বাসের চাপায় আল আমিন হোসেন নামে নছিমন চালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদদিহি গ্রামের হানিফ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বারোবাজার থেকে নছিমন চালিয়ে যশোর শহরে যাচ্ছিলেন নিহত আল আমিন হোসেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে নছিমন চালক আল আমিন হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও সহকারী পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেপরোয়া গতির রূপসা পরিবহনের বাস চালকের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন