যশোরে চাঁদা দিতে অস্বীকার করায় জিল্লুর রহমান (৩৫) নামে এক এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আহত জিল্লুর রহমান বলেন, তিনি আব্দুলপুর গ্রামে ইসপ্রাক সমবায় সমিতি নামে একটি এনজিও পরিচালনা করেন। তার কাছে দীর্ঘদিন ধরে একই এলাকার সজিব, আজিম, ওলিয়ার, আলমগীর, শাহীন ও ইমরান চাঁদা দাবি করে আসছিল।
বৃহস্পতিবার বিকেলে তিনি আব্দুলপুর বাজারে বাবুর চায়ের দোকানে কেরামবোর্ড খেলছিলেন। এসময় তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে জখম করে কতিপয় দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, আহতের মাথা, পা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
খুলনা গেজেট/ এএজে