Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে প্রার্থীতা ফিরে পেলেন লায়ন নুর, লড়বেন মাশরাফির বিরুদ্ধে

লোহাগড়া প্রতিনিধি

নড়াইল ২ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নুর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে প্রতিক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল, মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী।

আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা।

গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন।

এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। পরে শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে লায়ন নূর ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হলেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ ৬জন প্রার্থী ছিলেন। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলামের প্রার্থীতা ফেরত পাওয়ার মধ্যে দিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাড়ালো ৭ এ।

এ বিষয়ে লায়ন মোঃ নুর ইসলাম বলেন, নড়াইলের মানুষের ভালোবাসায় ও তাদের দোয়ায় ফিরে পেয়েছি প্রার্থীতা, ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমিই হবো নড়াইল -২ আসনের সাংসদ। তিনি নড়াইলবাসীর ভোট ও দোয়া কামনা করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন