দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীরা পেয়েছেন দলীয় প্রতীক। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দসই প্রতীক নিয়েছেন।
সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসার আবরাউল হাছান মজুমদার প্রার্থী ও তাদের সমর্থকদের হাতে এই প্রতীক তুলে দেন।
যশোর-১ আসনে নৌকা মার্কা পেয়েছেন শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ট্রাক প্রতীক, যশোর-২ আসনে নৌকা মার্কা পেয়েছেন মো. তৌহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ট্রাক ও এসএম হাবিবুর রহমান ঈগল প্রতীক, যশোর-৩ আসনে নৌকা মার্কা পেয়েছেন কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ঈগল, যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায় ঈগল প্রতীক।
এ আসনে নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল হয়েছে। যশোর-৫ আসনে নৌকা মার্কা পেয়েছেন স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব আলী ঈগল প্রতীক ও যশোর-৬ আসনে নৌকা মার্কা পেয়েছেন শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন কাঁচি ও আজিজুল ইসলাম ঈগল প্রতীক পেয়েছেন।
খুলনা গেজেট/ টিএ