শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে জাবের হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জাবের ওই গ্রামের সাহাবুর খানের ছেলে।

জাবেরের চাচাতো ভাই এনামুল হক জানান, সকালে জাবের বাড়িতে খেলছিল। একপর্যায়ে মা সোহাগী খাতুন ছেলেকে খুঁজতে থাকেন। পরে বাড়ির অদূরে প্রতিবেশী আব্দুল আজিজ খানের পুকুরে ছেলেকে ভাসতে দেখে তিনি চিৎকার দেন। পরে দ্রুত জাবেরকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী মেডিক্যাল অফিসার আলেক উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে স্বজনরা শিশু জাবেরকে হাসপাতালে এনেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন