মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে নারায়নপুর ইউনিয়ন বনলীতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শাওন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি শংকরহোদা গ্রামের মাসুদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন মোটরসাইকেলযোগে চৌগাছা বাজার হতে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে হাজরাখানা সংলগ্ন যাত্রীছাউনীর সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাওন মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার বি এম শামছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওর্সি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন