মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

অভয়নগর প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহীন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয়, বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলার কর্মকর্তা আন্জু মনোয়ারা, থানার উপপরিদর্শক অনিষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আকলিমা খাতুন, সমাজ সেবায় অবদান রাখায় মিনারা পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে হাবিবা সুলতানা, নির্যাতিত নারী থেকে উঠে আসা জাকিয়া সুলতানা, সফল জননী নারী হামিদা বেগম, সফল উদ্যোক্তা নাজমা খাতুনে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অফিস সহকারী দেবাশীষ দাস নান্টু।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন