শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছার পল্লীতে পানিতে ডুবে আলিফ নামে (২) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া ক্লাবপাড়ার সাগর হোসেনের ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ বাড়ির পাশে এ  ঘটনা ঘটে।

শিশুর পিতা সাগর বলেন, সকালে শিশুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার মা বাড়ির মধ্যে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে অর্ধডুবন্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন