মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের জঙ্গলবাধাল গ্রাম থেকে আব্দুল হাকিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের খলিল মুন্সির ছেলে। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পরিবার। পুলিশের ধারণা আত্মহত্যা করেছে ওই যুবক।

মৃতের স্বজনরা জানান, রোববার দুপুরে হাকিমকে ভাত খাবার জন্য ডাকতে যায় পরিবারের সদস্যরা। এ সময় ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাত ৮ টার দিকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, মৃতের পরিবার থেকে কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বলা সম্ভব হবে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন