শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের কারারক্ষীকে মারপিট করলো খুলনার কারারক্ষী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারে এক কারারক্ষীর উপর হামলার অভিযোগে আরেক কারারক্ষীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত কারারক্ষী রিয়াজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অপর দুই আসামিরা হলেন, বহিরাগত আক্তারুল ইসলাম ও আলী আহম্মেদ। মামলাটি করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের আপর কারারক্ষী আল আমিন। তিনি বর্তমানে কারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে, আসামি রিয়াজুল খুলনা কারাগারে কর্মরত।

বাদী আল আমিনের অভিযোগ, গত বুধবার দুপুরে তিনি কারা বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা এসে আকস্মিকভাবে তার উপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে অন্যরা এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়। একই সাথে কারারক্ষী রিয়াজুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। রিয়াজুল কারারক্ষী হলেও তিনি ৫ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস পার হলেও এখনো খুলনা কারাগারে যোগদান করেননি। এরমাঝে তিনি যশোরে এসে বহিরাগতদের নিয়ে কারারক্ষীর উপর হামলা চালিয়েছেন। ফলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন