যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকালে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক পাচরকারী আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুহিত হোসেন জানান, খুলনা ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের একটি টহলদল পুটখালি মসজিদ বাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে আক্তারুলকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় দুই কেজি আশি গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের সিজার মূল্য এক কোটি ৮৮ লাখ ৩৪ হাাজার ৬৮৬ টাকা।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান এই কর্মকর্ত ।
খুলনা গেজেট/ টিএ