যশোরে ৫ কেজি বিস্ফোরকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার মোঃ হিমেল বাবু (২৪) খুলনা জেলা সদরের বানিয়াখামার গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও মোঃ নোমান খান (২৮) খুলনার বটিয়াঘাটা থানার ঠিকরাবাদ গ্রামের আজাদ খানের ছেলে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপন কুমার জানান, গতকাল শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় যশোরের লাউজানি রেল ক্রসিং এলাকা থেকে স্থানীয় জনগনের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় এসআই মফিজুল ইসলাম তাদের হেলমেট দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। সংগীয় ফোর্স এস আই মুরাদ হোসেন এ সময় উপস্থিত জনতার সাহায্যে হিমেল ও নোমানকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, বিস্ফোরক বিশেষজ্ঞরা আটক বিস্ফোরক পরীক্ষা করে দেখেছেন”এগুলো দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরি সম্ভব।”
তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চলমান রাজনৈতিক সহিংসতায় খুলনা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বোমা/ককটেল বানানোর জন্য খুলনা জেলার সন্ত্রাসী জিতুর নির্দেশে তারা বেনাপোল সীমান্ত থেকে খালিদ নামের এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি রুপন কুমার।