খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

হলুদে ঢেকে গেছে মাঠ

মহিদুল ইসলাম, চৌগাছা

যশোরের চৌগাছায় বিস্তর্ণ মাঠে চাষ হয়েছে সরিষা। আবহাওয়া অনুকুলে থাকায় ভালাে ফলনের আশা করছেন কৃষক। আগাম চাষ করা জমি ইতিমধ্যে ফুলে ভরে উঠেছে। সরিষার ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠ। মৌমাছি ফুলের মধু সংগ্রহে ছুটছে এক গাছ হতে অন্য গাছে। সব মিলিয়ে সরিষার ফুল প্রতিটি মাঠে সেজেছে অপরুপ এক সাজে।

সরিষা সকলের নিকট অতি পরিচিত একটি তেলজাত শষ্য। শীত মৌসুম এলেই চাষিরা জমিতে বপন করেন বীজ। এ অঞ্চলের কৃষক সরিষার চাষ করে ওই জমিতে আবার বােরা ধানের চাষ করেন। সে কারনে আগাম বপন করা জমি এখন হলুদের চাদরে ঢেকে গেছে। এক দিকে সরিষা ফুলের সুগন্ধ অন্যদিকে মৌমাছির গুনগুন শব্দ অন্য রকম এক সৌন্দর্য বিরাজ করছে মাঠ জুড়ে। শনিবার উপজলার বিভিন মাঠ ঘুরে সৌন্দর্যের এই দৃশ্য চােখ পড়ে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চৌগাছা উপজেলাতে ২ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। এরমধ্যে বারী-১৪, ১৭, ১৮, টরি-৭, ভারতীয় বুলট জাত উল্লোখযােগ্য। এছাড়া দেশী জাতের সরিষার চাষও বেশ লক্ষনীয়। বেশ কিছু এলাকার চাষিরা আগাম জাতের সরিষার চাষ করেছেন ওই সব জমিতে এখন ফুল ফুটছে। আগাম চাষ করা সরিষা উঠার পর সেই সব জমিত বােরা চাষ করা হবে বলে জানা গেছে।

বিগত বছর গুলােতে সরিষার চাষ করে ব্যাপক সাফল্য পাওয়া উপজেলার ফুলসারা গ্রামের কৃষক নজরুল ইসলাম, বাটিকামারি গ্রামের মহিদুল ইসলাম, নগরবর্ণী গ্রামের আব্দুল্লাহ, সৌয়দপুর গ্রামের মুজিবর রহমান, কদমতলা গ্রামের মহবত আলীসহ একাধিক কৃষক বলেন, সরিষা হচ্ছে তেলজাত শষ্য। বাজারে সব ধরনের তেলের দাম বৃদ্ধির কারনে সরিষার তেলের কদর বহুগুন বেড়ে গেছে। এ ছাড়া সরিষার তেল স্বাস্থসম্মত। তেল ও খোল দুটি জিনিসের ব্যাপক কদর থাকায় বাজারে সরিষার দামও ভালো। স্বল্প সময়ে এর চাষ হয় এবং উৎপাদন খরচও অন্য যে কােন ফসলের চেয়ে কম। সে কারনে সরিষা চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। প্রাকৃতিক দুর্যােগ না হলে আশানুরুপ ফলনের আশা করছেন চাষিরা।

কৃষকরা জানান, অনেকে আগাম রােপা আমনের চাষ করেন, সেই সব জমির ধান কেটে বপন করা হয়েছে সরিষা। সরিষা উঠার সাথে সাথে বাের ধান লাগানাে হবে। সরিষার অধিক ফলনে সহযােগীতা করে মৌমাছি। ফুল ফােটার পর জমিতে যতো বেশি মৌমাছির আগমনে ঘটবে ততো পরাগয়ান ঘটবে বাড়বে ফলন। তবে গত বেশ কয়েক বছর ধরে মৌমাছির সংখ্যা আশংকাজনক ভাবে কমে গেছে। মৌমাছি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জমিতে যখন তখন মাত্রারিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার। ক্ষতিকর সার কীটনাশক ব্যবহারে সকলকে আরও সচতন হতে হবে বল মনে করছেন সরিষা চাষে সফল্য পাওয়া এসব কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা মুশাবির হােসাইন বলেন, চৌগাছার কিছু নিচু এলাকা ব্যাতিত প্রতিটি এলাকাতে কমবেশি সরিষার চাষ হয়েছে। সরিষা চাষ করে কৃষক যাত লাভবান হতে পারনে সে জন্য উন্নতজাতের সরিষা চাষে কৃষককে উদ্ধুদ্ধ করা হয়েছে, এমনকি বীজও বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে কৃষক সরিষা চাষে বেশ লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!