যশোরে ৩৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যশোরের সদস্যরা। বুধবার (৮ নভেম্বর) রাতে শহরের পূর্ববারান্দীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে র্যাব।
আটককৃতরা হলো, খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের কৌশিক কর্মকার ও নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর গ্রামের সজিব সোম। কৌশিক কর্মকার যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার মুনতাসির কবীরের বাড়িতে এবং সজিব সোম শংকরপুরের বনানী সড়কের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
র্যাব-৬ যশোর ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যারাতে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় র্যাবের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মুনতাসির কবীরের বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ওই দুই কারবারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে র্যাব সূত্রটি জানিয়েছে।
খুলনা গেজেট/এমএম