যশোরে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে মারপিটের অভিযোগে ইমদাদুল ইসলাম নামে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের আব্দুল করিম দফাদারের মেয়ে ডলি খাতুন এ মামলাটি করেন।
অভিযুক্ত ইমদাদুল ইসলাম যশোর পুলিশ লাইনে কর্মরত। তিনি ঢাকার মিরপুর ব্যারাক এলাকার বজলেয়ার রহমানের ছেলে।
বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার (সিআইডিকে) আদেশ দিয়েছেন।
বাদী ডলি খাতুন মামলায় বলেছেন, অভিযুক্ত ইমদাদুল ইসলাম নায়েক পদে যশোর পুলিশ লাইনে চাকরিরত আছেন। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর তিন লাখ টাকা দেনমোহরে আসামি ইমদাদুল ইসলামের সাথে বাদীর বিয়ে হয়। আসামি পুলিশে চাকরির সুবাদে যশোরে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে সংসার করে আসছিলেন। কিন্তু এরই মধ্যে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য বাদীকে শারীরিক ও মানষিক চাপ সৃষ্টি করছেন।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বাদীকে মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেন ইমদাদুল। এরপরে সাক্ষীদের নিয়ে আসামির সাথে মিমাংসা করতে গেলে ৫ লাখ টাকা যৌতুক ছাড়া বাদীকে নিয়ে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
খুলনা গেজেট/ টিএ