শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিপন হোসেন (২৫) এক যুবক খুন হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাত আটটার দিকে শহরের মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের পাশে এ হত্যার ঘটনাটি ঘটে। রিপন হোসেন শহরের খড়কি কবরস্থানপাড়ার বাসিন্দা। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, এদিন রাত আটটার দিকে পঙ্গু হাসপাতালের সামনে মোটরসাইকেলে এসে নিহত যুবক রিপন হোসেন দাঁড়ায়। এসময় হঠাৎ করেই আশেপাশে থেকে কয়েকজন মুখোশধারী যুবক এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় কেউ তাকে উদ্ধার করতে আসেননি। বেশ কিছুক্ষণ পরে কয়েকজন এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণই মৃত্যুর প্রকৃত কারণ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, কী কারণে, কারা রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাক নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি শহরের গাড়িখানা রোডে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন