শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

জৈব বালাইনাশক কর্নার না থাকলে লাইসেন্স দেওয়া হবে না

অভয়নগর প্রতিনিধি

জৈব বালাইনাশক কর্নার না থাকলে খুচরা ও পাইকারী বিক্রেতাদের লাইসেন্স দেওয়া হবে না। যশোরের অভয়নগরে জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কৃষক-বালাইনাশক বিক্রেতা-পরিবেশক-কোম্পানীর সংযোগ সমাবেশে কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এ কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সংযোগ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ আবু হেনা মোস্তফা, ইমরান হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার শতাধিক কৃষক, বালাইনাশক বিক্রেতা, পরিবেশক ও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন