মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ছোট আঁচড়া গ্রামের নির্মাণাধীন নতুন থানা ভবনের সামনে হতে ৫৯ বোতল ফেনসিডিলসহ খড়িডাংগা গ্রামের জিল্লুর রহমানের ছেলে, জাকির হোসেন (২৫) কে গ্রেফতার করে। পরে দুপুর একটার দিকে বেনাপোল স্থলবন্দরের ২২ নম্বর শেড হতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক বিক্রেতা পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামে ও ২২ নম্বর শেডের ফেনসিডিল বিক্রি করেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ২০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং এসময় জাকির হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন