মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে হামলায় জখম যুবলীগ নেতাকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে লাভলু হোসেন (৩৫) নামে এক যুবলীগ কর্মী গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাতে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে ঢাকায় রেফার করা হয়েছে। আহত লাভলু নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামের মুজিদ শেখের ছেলে।

আহত লাভলু জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার সাথে একই গ্রামের রিকার্ট নামে এক যুবকের বিরোধ চলে আসছিলো। ৩১আগস্ট লাভলুর উদ্যোগে ভগবতীপুরে জাতীয় শোক দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের অতিথিদের গালি গালাজ করে রিকার্ট। এতে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর শুক্রবার রাত ১০টার দিকে রিকার্টের নেতৃত্বে অজ্ঞাত ৭/৮ যুবক লাভলুর বাড়িতে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট / বি এম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন