মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর দারুল উলুম ইলাহি বক্স মাদ্রাসার চতুর্থ তলার ছাদ থেকে পড়ে অহিদুজ্জামান সাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেমণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের টেংরামারি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের একমাত্র সন্তান।

মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন জানান, নজরানা শাখার শিক্ষার্থী অহিদুজ্জামান সাদ মঙ্গলবার দুপুরের পর সবার অজান্তে চতুর্থতলার ছাদে উঠার সময় সিড়িকক্ষের ফাঁকাস্থান থেকে পা পিছলে নীচে পড়ে যায়। সাথে সাথে তাকে
গুরুতর অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়া হয়। সেখানে একটি
বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু ঘটে।

বুধবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে
টেংরামারি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুতে মাদ্রাসাসহ নিহতের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশের সুষ্টি হয়।

খুলনা গেজেট/ বি এম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন