মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে চাকুসহ তিন যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের আর এন রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি চাকুসহ তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার আটড়া বাকাবর্ষি গ্রামের মৃত খোকনের ছেলে আবু হোসেন, নলডাঙ্গা রোডের সামছুল হকের ছেলে শুকুর আলী ও শেখহাটি তমালতলা গ্রামের মতিয়ারের ছেলে বাবু হাসান।

এ ঘটনায় এসআই শাহিনুর রহামন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, আটককৃতরা অপরাধ ঘটানোর উদ্দেশ্যে চাকু নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন