শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

 নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে ফয়সাল আহমেদ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের রজনীগন্ধ্যা কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ঝিকরগাছার গদখালি মঠবাড়িয়া গ্রামের শফিউর রহমানের ছেলে এবং টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

নিহতের পিতা শফিউর রহমান জানান, বিকেলে ব্যক্তিগত কাজে ফয়সাল মোটরসাইকেল চালিয়ে ঝিকরগাছার বেনেয়ালী গ্রামে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রজনীগন্ধ্যা কোল্ডস্টোরের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন