মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারে তোরাব আলী সেখ (৫৭) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আসামির মৃত্যু হয়েছে।

নিহত তোরাব আলী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে। রবিবার (৩০ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার জানান, মাগুরা জেলা দায়রা জজ আদালত একটি হত্যা মামলায় তোরাব আলীকে ২০০৫ সালের ৩০ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এরপর থেকে দেশের বিভিন্ন কারাগারে ছিলেন তোরাব আলী। এরপর ২০২০ সালে ১৬ নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিলো না। রবিবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ দেখা দেয়। এ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে।

জানতে চাইলে হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আসিফ মোহাম্মদ আল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তোরাব আলীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন