মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে চাঁদার দাবিতে ঘের ব্যবসায়ীর আঙুল কেটেছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে চাঁদার দাবিতে ঘের ব্যবসায়ী অসীম সরকারের (৪৩) হাতের আঙুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৩টার দিকে বাঘারপাড়া উপজেলার বাড়ভাগায় নিজ মৎস্য ঘেরে ঘটনাটি ঘটেছে। অসীম বসুন্দিয়া নাথপাড়া গ্রামের বিমল সরকারের ছেলে।

আহত অসীম জানান, বাঘারপাড়ার বারভাগায় নিজ ঘেরে তিনি পাহারা দিচ্ছিলেন। প্রতিদিন তিনি ও তার ভগ্নিপতি ঘের পাহারা দেন। তবে ওইদিন অসীম একা পাহারায় ছিলেন। এ সুযোগে স্থানীয় একাধিক মামলার আসামি সবুজসহ ৪জন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ধরে মারপিটের এক পর্যায়ে চাপাতি দিয়ে তার বাম হাতের একটি আঙুল কেটে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। বর্তমানে অসীম যশোর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে তার ভগ্নিপতি অর্জুন বিশ্বাস জানান, প্রতিদিন আমরা একসাথে ঘের পাহারা দিয়ে থাকি। কিন্তু আমার ব্যাক্তিগত কাজ থাকায় আমি ওইদিন ঘেরে যেতে পারিনি। আর এ সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন