যশোরে সালেহা বেগম (৪০) ও সাহিদা খাতুন (৩২) নামে দুই নারী চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা।
আটকৃতরা হলেন- যশোর শহরের শংকরপুর গোতলপাতা মসজিদ এলাকার মাহাবুব রহমানের স্ত্রী সালেহা বেগম ও কেএমপি খুলনা নুর নগর বয়রা এলাকার সিরাজ মিয়ার স্ত্রী সাহিদা বেগম।
ভুক্তভোগী যশোর সদর উপজেলার নাজমুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম, চুড়ামনকাটি আম বটতলার কালাম হোসেনের মেয়ে সাথী ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খলিলপুর গ্রামের দাউদের স্ত্রী সবেদা খাতুন অভিযোগ করেন, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা নিতে এসেছিলেন, আমাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ব্যাংকের ক্রেডিট কার্ড, পার্স চুরি করে নেয়। এভাবে বেশ কয়েকজনের নগদ টাকা মোবাইল চুরি হয়েছে। চুরি হওয়ায় ঘটনাস্থলে তোলপাড় শুরু হয় । এক পর্যায়ে ওই দুই মহিলাকে আটক করে তাদের কাছ থেকে তিনটি দামি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার বলেন, হাসপাতালে নগদ টাকা এবং মোবাইল ফোন চুরির ঘটনায় সালেহা ও সাহিদা নামে দুই নারী চোরকে আটক করা হয়েছে ।
খুলনা গেজেট/এসজেড