মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নিজস্বপ্রতিবেদক, যশোর 

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে সজীব আহমেদ (২৮) নামে এক যুবকের মৃত্যুc হয়েছে। তিনি উপজেলার নারয়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের মাঠে কামাল হোসেনের বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, সকালে মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সজীব। মাঠে কামাল হোসেনের পানির পাম্পে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে তিনি পড়ে ছিলেন। মাঠের অন্য কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পরে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই অনুমতি নিয়ে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয়া হয়।
খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন