মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর পৌর কাউন্সিলর নয়ন অস্ত্র মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

অস্ত্র আইনের একটি মামলার আসামি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন সোমবার (১৭ জুলাই) আদালতে আত্মসমর্পণ করেছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শাহেদ হোসেন নয়ন যশোর শহরের শংকরপুরের ফারুক হোসেনের ছেলে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর শাহেদ হোসেন নয়নের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। এ মামলায় সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন