যশোরের শার্শায় নির্মানাধীন বিল্ডিং এর বিম ভেঙে নিচে চাপা পড়ে জাহিদ হোসেন (১৭) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (১০ জুলাই) বিকালের দিকে বাগআঁচড়া টিএনটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
নিহতের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার টিএনটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের একটি বাড়ি নির্মানের সেন্টারিং এর কাজ করছিলো জাহিদ। এসময় অসাবধানতা বসত একটি বিম হঠাৎ ভেঙ্গে পড়লে তার নীচে জাহিদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নির্মানাধীন বাড়ির মালিকের ভগ্নিপতি আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতা বসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যাই। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিং এ কাজ করছিল। তাদের হাত দিয়ে তৈরি ওই নির্মাণাধীন বিল্ডিং। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করা হবে বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান, নিহত জাহিদ আমার গ্রামের ছেলে। সে রাজমিস্ত্রি কাজ করে। আজ বিকালে কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে চাপা পড়ে সে মারা গেছে। আর মারা যাওয়ার ঘটনায় কোন পক্ষই দায়ী না। মালিক পক্ষ শুনে তারা আসছিলো এবং পরিবারের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।
খুলনা গেজেট/ বিএম শহিদ