অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থ্রি হুইলার মাহিন্দ্রা টেকার চালককে পিটিয়ে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাতজন ইজিবাইক চালকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত টেকার চালক হারুন শেখ অভয়নগর থানায় বৃহস্পতিবার (৬ জুলাই) লিখিত অভিযোগ করেছেন। বুধবার (৫ জুলাই) বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ওসমান ফকিরের ছেলে আনোয়ার হোসেন ফকির, একই গ্রামের শাহাজান সরদারের ছেলে কামাল সরদার, গফ্ফার সরদারের ছেলে সালাম সরদার, বগুড়াতলা গ্রামের আহম্মদের ছেলে আসাদ, পাঁচুড়িয়া গ্রামের বাড়ে ছোট্টোর ছেলে রুবেল, একই গ্রামের গফ্ফার
সরদারের ছেলে মিলন সরদার ও শংকরপাশা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মুসা শেখ।
আহত হারুন শেখ জানান, তিনি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে। দীর্ঘদিন যাবত তিনি থ্রি হুইলার মাহিন্দ্রা টেকার চালিয়ে আসছেন। ঘটনার দিন বুধবার বিকালে শংকরপাশা খেয়াঘাট এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে টেকার চালকদের সঙ্গে ইজিবাইক চালকদের
ঝগড়া বিবাদ শুরু হয়।
এক পর্যায়ে উল্লেখিত ইজিবাইক চালকরা তাকে পিটিয়ে জখম করে এবং তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে চলে যায়। সুবিচার পাওয়ার আশায় হামলাকারী সাতজন ইজিবাইক চালকের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।
অভিযুক্ত ইজিবাইক চালক আনোয়ার হোসেন ফকির মুঠোফোনে জানান, ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শংকরপাশা খেয়াঘাট এলাকায় হারুন শেখের নেতৃত্বে টেকার চালকরা প্রথমে আমাকে পিটিয়ে আহত করে। এরপর ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়। ঘটনার পর থেকে আমরা ইজিবাইক চালাতে পারছি না। আমাকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার মিথ্যা নাটক সাজিয়েছে হারুন শেখ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এসজেড