শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

শার্শায় তক্ষকসহ দু’কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুই কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত দশটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দু’জন হলেন, শার্শা উপজেলার মাটিপুকুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে করিম হোসেন (৪৬) ও একই এলাকার মৃত গোলাম নবীর ছেলে হাফিজুর রহমান (৫৬)।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, তক্ষক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসানের সমন্বয়ে একটি টিম শার্শা উপজেলা এলাকায় অভিযান চালায়। এসময় তারা মাটিপুকুর গ্রাম থেকে ওই দুই ব‍্যক্তিকে আটক করেন। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি তক্ষক।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপম কুমার সরকার জানান, এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারক চক্রটি খরিদ্দার ডেকে তক্ষকটি বিক্রির চেষ্টা করছিল।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন