যশোরের অভয়নগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ পিচ ইয়াবা ও ১০০গ্রাম গাজা জব্দ করেছে। এসময় মাদক বিক্রির অভিযোগে ৪জন,জিআর ওয়ারেন্টে ২জন এবং জুয়া খেলার অভিযোগে ৪ জনকে
আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মাদক বিক্রির অভিযোগে আটককৃতরা হলো অভয়নগর উপজেলার নর্থবেঙ্গল এলাকার আঃ হক কবিরাজের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩১), গুয়াখোলা গ্রামের রাজা মোল্যার ছেলে মামুন মোল্যা(৪৫), বুইকারা
ড্রাইভার পাড়া এলাকার মহসিন মোল্যার ছেলে মেহেদী হাসান সাজু (২৯) এবং হিদিয়া পূর্বপাড়া এলাকার গফুর শেখের ছেলে মো. শফিকুল শেখ(২৮)।জিআর এ ওয়ারেন্টভুক্ত আসামী হলো উপজেলার চন্দ্রপুর গ্রামের
শাহিন মল্লিকের ছেলে মো. ইবাদুল ইসলাম(৩০),ধূল গ্রামের সাহেব আলীর ছেলে রুবেল শেখ। এবং জুয়া খেলার অভিযোগে উপজেলার সিরাজকাঠি এলাকার মো. ইশারুল হকের ছেলে মো. আরিফ শেখ(২৯),মো. তবিবুর রহমানের ছেলে ইসরাইল হোসেন(২৯), তোফাজ্জেল হোসেনের ছেলে মো.আ. রহিম (৬০),শহিদুল ইসলাম মোল্যার ছেলে মো. মহাসিন মোল্যা(৪০)। এরা সবাই অভয়নগর উপজেলার
সিরাজকাটি গ্রামের বাসিন্দা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই রিয়াজ ও এসআই নিয়ামুল হকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় তারা ৩৮ পিচ ইয়াবা ও ১০০গ্রাম গাঁজা সহ ৪জনকে,জুয়া খেলার অভিযোগে ৪জনকে এবং জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ২জনকে আটক করে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এসজেড