যশোরের চৌগাছায় সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বানু বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের আবু শামার স্ত্রী। এ ঘটনায় ট্রাক চালক নয়ন হোসেন (২৫) এবং ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (৫ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে নারায়ণপুর বাজারে কপোতাক্ষ সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী আবু শামা জানান, বুধবার সকালে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের পাশের নারায়ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে তার স্ত্রী বানু বেগম ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটি সরু রাস্তা দিয়ে নাারায়ণপুর বাজার-নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে ওঠেন। এসময় বাজার থেকে একটি ট্রাক (যশোর-ট-০৯৯৩) পেছন দিকে (ব্যাক গিয়ারে) যাওয়ার সময় তাকে পিষ্ট করে। ট্রাকের পেছনের চাকা বানু বেগমের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রাক ও চালক নয়ন হোসেনকে আটক করে রাখেন। খবর পেয়ে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন ও থানার ২য় কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ, ট্রাক ও ট্রাকের চালককে হেফাজতে নেয় এবং উত্তেজিত জনতাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ট্রাকটির চালক নয়ন হোসেন জানান, তিনি সড়ক নির্মাণ কাজে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজের উপরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেচে যাওয়া ইটের খোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী কুলিয়া গ্রামে বহন করছেন। ব্রিজের উপরে ট্রাক ঘুরানোর জায়গা না থাকায় বাজারের তিন রাস্তার মোড় থেকে ঘুরিয়ে পিছন দিকে (ব্যাক গিয়ারে) যেয়ে ট্রাক লোড দিতে হচ্ছে। বুধবারও এভাবে ঘুরিয়ে পেছন দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সহকারী না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, আমি ডান সাইড দেখে অল্প গতিতেই যাচ্ছিলাম, তবে বৃদ্ধা বাম দিক দিয়ে হঠাৎই গাড়ির পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক এবং চালককে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম