শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের তিন যুবক অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ শালিখায় আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ার তিন অস্ত্র ও ম্যাগজিনসহ মাগুরার শালিখা থানা পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে শালিখার হরিশপুর খেয়ারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের ধারণা বড় ধরনের কোন অঘটন ঘটাতে প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু স্থানীয় কিছু মানুষ থানায় খবর দেয়ায় চিহ্নিত এসব সন্ত্রাসীদের পাকড়াও করা সম্ভব হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত (১৯), সাইফুল মোল্লার ছেলে জিসান মোল্লা (১৯) ও পাঠান পাইকপাড়ার মহব্বত আলী খানের ছেলে মাহিম খান মিরাজ (১৮)।

পুলিশ ও স্থায়ীরা জানান, এদিন দুপুরে হরিশপুর খেয়াঘাটের পাশে একটি বাগানে অস্ত্রধারী এসব সন্ত্রাসী মাদক সেবন করছিল। তাদের দেখে স্থানীয় লোকজন শালিখা থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ইয়াসির আরাফাতের দেহ তল্লাশি করে একটি পিস্তল¿, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারাফ হোসেন বলেন, এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন