আগামী বছর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা ট্রেন চলাচলের কথা জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির। শুক্রবার (২৩ জুন) যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
এর আগে বেলা ১১টার সময় তিনি বেনাপোল রেল স্টেশনে এসে পৌঁছলে স্থানীয় প্রশাসন ও রেলওয়ের কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই করতেই তার এ পরিদর্শন।
এ সময় সচিব বলেন, “২০২৪ সাল থেকেই ওই রুটে ট্রেন চলাচল করবে। বেনাপোল রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও এর উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়ানোর জন্য বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যেন স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে।”
পরিদর্শন শেষে তিনি রেল স্টেশনের মান উন্নয়নে কাস্টমস, বিজিবি, পুলিশ, রেল কর্মকর্ত ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।
এতে রেলওয়ের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি