যশোরসহ খুলনা বিভাগের ৬টি জেলায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এরমধ্যে ১৭ বছর পর আগামী ১২ জুলাই যশোরের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২০ জুন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এরআগে সম্মেলনের দিন পরিবর্তনের জন্য নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও এখন তারা বেশ চাঙ্গা। সম্মেলনকে ঘিরে যশোরের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হচ্ছেন সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও সাংগঠনিক সম্পাদক ইমামুল কবির।
এরআগে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। একই সাথে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে সভাপতি-সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার কথা বলা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আসাদুজ্জামান মিঠুকে সভাপতি ও নূরে আলম সিদ্দিকী মিলনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়।
যুগ্ম আহ্বায়ক ইমামুল কবির বলেন, বেশ কয়েকবার সম্মেলনের দিন পরিবর্তন হয়েছে। আগামী ১২ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে ইতিমধ্যে মাঠে নেমেছেন।
সম্মেলনের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু বলেন, সম্মেলনকে ঘিরে যশোরে সাজ-সাজ রব বিরাজ করছে। তাছাড়া সম্মেলন সফল করতে বেশ কয়েকটি সাব-কমিটি গঠন করা হয়েছে। খুব শিঘ্রই কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে সম্মেলনে অতিথি নির্ধারণ করা হবে।
এদিকে, ঝিনাইদহে ৯ জুলাই, মেহেরপুরে ১০, কুষ্টিয়া ১১, চুয়াডাঙ্গায় ১৩ এবং মাগুরায় ১৪ জুলাই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/কেডি