মাছের ঘেরে দুর্বৃত্তদের দেয়া বিষ প্রয়োগের কারণে বিভিন্ন প্রজাতির ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার বা নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরবেলায় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া পাকেরগাতী গ্রামের জাহিদ হোসেন ও ইমদাদুল হকের ঘেরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
ঘের মালিক জাহিদ ও ইমদাদুল জানান, তারা দুজন মিলে ৩ বছর আগে অন্যের ঘের লিজ নিয়ে প্রায় ৫ বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ শুরু করেন, প্রতি বছর ১ লাখ টাকা করে হারি দিতে হয় ঘের মালিককে। বুধবার মাছ ছাড়ার জন্য সকালে ঘেরে এসেই দেখি ঘেরে ছাড়া যত মাছ সব মরে ভেসে উঠেছে, এতে অন্তত ৩ লক্ষাধিক টাকার মাছ মরা গেছে। গত সপ্তাহে ওই ঘেরে আমরা আরও কিছু মাছ ছাড়ার পরেই আমাদের ওই ঘেরের জিনিসপত্র রাখা ঘরের তালা ভেঙ্গে পানির পাম্প মটর, মাছের হাড়ি মাছের খাদ্যসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরেরা।
তারা আরও বলেন, মাছ চাষ করার জন্য আমরা বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে সাদা মাছের চাষ করে আসছি, সে ঋণগুলো এখনো চলমান রয়েছে। আমরা এখন পথে বসে গেছি, এনজিওর টাকা পরিশোধ করবো কিভাবে কিনারা পাচ্ছি না।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল বলেন, লিখিত কোন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
খুলনা গেজেট/এনএম