যশোরের অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রাম থেকে একটি দেশিয় ওয়ান শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) ভোররাতে পুলিশ উপজেলার মধ্যপুর গ্রামের নূর ইসলামের (৫০) বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার ও তাকে আটক করে।
নূর ইসলাম ওই গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে। তিনি এর আগে একটি অস্ত্র মামলায় দশ বছর জেল খেটেছেন ও বর্তমানে বাড়িতে থেকে অস্ত্র কেনাবেচা করেন বলে পুলিশ জানিয়েছে।
অভয়নগর থানার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোররাত সাড়ে তিনটার সময় পুলিশ উপজেলার মধ্যপুর গ্রামের নূর ইসলামের বাড়িতে অভিযান চালায়। এরপর পুলিশ প্রথমে নূর ইসলামকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘরের মেঝেতে পলিথিন মোড়ানো অবস্থায় মাটির নিচে পুতে রাখা একটি দেশিয় তিননলা বিশিষ্ট শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় নূর ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যপুর গ্রামের নূর ইসলামের বাড়ি থেকে একটি শুটারগানসহ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নূর ইসলাম একজন অস্ত্র বিক্রেতা।
খুলনা গেজেট/এমএম