যশোরে ডাক্তারের প্রাইভেট কার চুরি করার সময় দুই শিশুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার রাত ৯ টায় শহরের কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনাটি ঘটে । আটককৃত একজনের বাড়ি শহরের বারান্দীপাড়ায় ও অপরজনের বসুন্দিয়ার আফরাঘাট এলাকায়। উভয়ের বয়স ১২ থেকে ১৪ বছর।
গাড়ির মালিক ডাক্তার আরিফুল ইসলাম জানান, ওইদিন রাত ৯ টার দিকে তিনি শহরের ঘোপ জেল রোডের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল অফিসের সামনে প্রাইভেট কারটি রেখে পাশের একটি ক্লিনিকে রোগি দেখতে যান। পরে এসে দেখেন গাড়ির মধ্যে দুটি শিশু বসে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথা বলে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।
শিশুরা জানায়, মুলত গাড়ির ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরির উদ্দেশ্যেই তারা মাস্টার চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। এরআগে পাশের আরেকটি প্রাইভেট কার থেকেও একইভাবে প্রবেশ করে একটি মোবাইল ফোন নিয়ে নেয়। সেই ফোনটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আটককৃতরা দু’জনেই শিশু। তাদের এ ধরণের কাজের সাথে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তাদেরকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
খুলনা গেজেট/এসজেড