শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

বেনাপোলে ভারতীয় নাগরিকসহ আটক ৩, ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২শ’বোতল ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। এসময় পুলিশ ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার খাবরাপোতা গ্রামের বশির মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল, বেনাপোলের বোয়ালিয়া গ্রামের সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা ও ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে নবীছ উদ্দিন। তিনি বর্তমানে বড় আচঁড়ায় ভাড়া থাকেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টা ১৫ মিনিটে স্থলবন্দরের ২২নং গেট এলাকা থেকে ইউসুফ মন্ডল ও জুয়েল রানাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ’বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এর আগে বিকেল সাড়ে চারটায় বেনাপোলের রেজাউল মার্কেটের সামনের ফুটপাত থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ি, লোহার তৈরি নজেলসহ নবীছ উদ্দীনকে আটক করা হয়। তার কাছ থেকে চার লাখ ৫১ হাজার ২শ’ টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন