মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে হত্যাসহ ১৮ মামলার আসামি যুবদল নেতা রিপন ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চিহিৃত সন্ত্রাসী ও হত্যাসহ ১৮টি মামলার পলাতক আসামি রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকার লালবাগ এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। যুবদলের কেন্দ্রীয় নেতা রিপন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম চৌধুরীর ছেলে। শুক্রবার রাতে র‌্যাব-৬ যশোরের কমান্ডার লেঃ এম নাজিউর রহমানের নেতৃতে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

র‌্যাব জানিয়েছে, ১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামী ছিলেন রিপন চৌধুরী। শনিবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব যশোরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধনসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করে রিপন চৌধুরী। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে হত্যাসহ ১৩টি বিস্ফোরক বিশেষ ক্ষমতা আইনে মামলা, একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, দুটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুটি হত্যা চেষ্টাসহ মোট ১৮ টি মামলা রয়েছে। সে গত ১০ বছর ধরে পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদে সে এসব ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন