শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

শার্শা সীমান্ত থেকে ২ মণ গাঁজা উদ্ধার

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্তে ২ মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী লক্ষণপুর ইউনিয়নের শালতা গ্রামের মাঠ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাদ আল নাহিয়ান শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রেস ব্রিফিংয়ে জানান, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে। এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপন অবস্থান করে। ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা উদ্ধার করে তার মধ্য থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত গাঁজার বাজার মুল্য প্রায় ৪৭ লক্ষ টাকা বলে পুলিশ জানায় । উপজেলার ফুলসারা গ্রামের বয়দার রহমান (৩৩) কে পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে পলাতক আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন